Thursday, June 10, 2010

সাগরের ঐ প্রান্তরে / Jamaica Farewell (One of my most favourite songs )

সাগরের ঐ প্রান্তরে শুনি পর্বত চূঁড়ায় চাঁদ জাগে,
জলপথে আমি দেই পাড়ি ভীড়ি চাঁদ জাগা ঐ বন্দরে।
তবু ,চলেছি ব্যথার মন নিয়ে, ফিরবো না অনেক দিনে
আমি, ভারি হৃদয় নিয়ে পিছু দেখি ফেলে আসা সেই মনটাকে।

আনন্দ আর উল্লাসের ভীড়ে ব্যথা আমার, তার সাথে
বলতে হয় এই হৃদয় ক্ষয় হলো সাগরের ঐ প্রান্তরে
তবু ,চলেছি ব্যথার মন নিয়ে, ফিরবো না অনেক দিনে
আমি, ভারি হৃদয় নিয়ে পিছু দেখি ফেলে আসা সেই মনটাকে।

Down the way, where the nights are gay,
and the sun shines daily on the mountain top,
I took a trip on a sailing ship,
and when I reach Jamaica I made a stop.

But I'm sad to say,I'm on my way,
won't be back for many a day.
My heart is down, my head is turning around,
I had to leave a little girl in Kingston Town.

(souls- Bangladesh/ Harry Belafonte -Original )

Sunday, February 1, 2009

hei wheres me now???

its amazing

Wednesday, July 9, 2008

দুটি অক্ষর??

প্রতিক্ষণে বাঁচিবার আশ
দুটি অক্ষর সাথী,
জ্বলে হৃদয় ঘর, শ্বাস
চলে দিবা রাতি,
রক্ত ধমনী বয় সময়,
থমকে দাঁড়ায় মন,
বহু প্রিয় প্রাণ বায়ু
থামে যে কখন....


Alor Chhota-র কি সেই দুটি অক্ষর?? এর কমেন্টে লিখেছি .......