Sunday, June 29, 2008

আকাশ মেঘহীন,

আমার আকাশটা কেন জানি আজ বড় মেঘহীন,
লক্ষ নক্ষত্র আলোয় বাসর সাজিয়ে কালো ওড়নায়,
আমার হারানো প্রিয়ার মত মনের উল্টো পাশের
বেলকনীতে এসে দাঁড়িয়েছে পরম ভালবাসায়।

সেখানে এই গতকালও ছিল বোশেখী সোঁ-রব,
ছিল ঝাপসা দু:খের মত ঝামা-বৃষ্টি-হাওয়া,
বহুদুর পথ পেরোনো গাণ আর সময় ওঝার
কালদর্শী সাবধানবাণীর মত মেঘের আসাযাওয়া।

আজ কেন এমন কাব্যসমীক্ষণ জীবনের মাঝে
বাজে স্বপ্ন মাখা ধ্রুব বিশ্বাসের দাদরা তাল
‘পথ যেতে হবে আরও বহুদুর’ পথিক পিছু
তাকানো বারণ,আরও যেতে হবে মহাকাল।

this poem is also posted on http://ikarusbd.wordpress.com/

Thursday, June 19, 2008

all of these for (A SHORT TRY)

All of these are only
For the hidden sun
Behind the black cloud
At the edge of it
With a bright silver line
Shining beam out of it
Like just heaven-ray
To the scorching hell
To give it a fortune
For farther decay