Thursday, October 4, 2007

ছন্দ গদ্য

ছন্দ গদ্য- ওরা আমরা ভিন্ন

২০০৭-০৯-১৮ ১৯:১২:৪৭


ভাই টি আমার, কেন্ বারবার
চাস যে খেতে মণ্ডা মিঠাই?
জানিসনা তোর গরিব বাবার
এর বেশী আর সাধ্য যে নাই?

ওদের দিকে তাকাসনে আর,
ওরা বড়লোকের ছেলে.........
ঝলসে গেলে দুচোখ আলোয়
থাকবি বুজে দু:খ ছলে।

No comments: